অনুবাদ

৫/১১/১২

ভূমিকা



আমি যখন প্রোগ্রামিং শিখতে শুরু করি তখন আমি খুব ভালোভাবে একটা জিনিস খেয়াল করি, তা হল কম্পিউটার বিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রে ডিসক্রিট ম্যাথম্যাটিকস অনেক দরকার । কিন্তু সমস্যা হল এই ডিসক্রিট ম্যাথম্যাটিকস শিখতে হলে বাজারে যেসব বই পাওয়া যায় তা সহজ ও সুখপাঠ্য নয়, তাই আমার এই উদ্যোগ ।
আমার এই লেখা গুলো পড়ে গল্পের ছলে, আনন্দের সাথে ছেলে মেয়েরা খুব সহজেই ডিসক্রিট ম্যাথম্যাটিকস শিখতে পারবে । আশা করা যায়, অষ্টম শ্রেণী থেকে শুরু করে যে কোন বয়সের ছেলে মেয়েরা ডিসক্রিট ম্যথ শিখতে পারবে । আমার এই লেখাগুলো পড়ে যদি কেউ মনে মনে গণিত তথা বিজ্ঞানের ওপর আগ্রহী হয় তাহলেই আমার পরিশ্রম সার্থক হবে ।
তাহমিদ-উল-ইসলাম,
৫ অক্টোবর ২০১২ (সোমবার),
কুড়িল, ঢাকা ।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মোট পৃষ্ঠাদর্শন